বিএনপি নেতাকর্মীদের রাজপথে ভুমিকা রাখতে সাখাওয়াতের আহ্বান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে দিয়ে দেশের গণতন্ত্র হত্যা করেছে এই স্বৈরাচারী সরকার। আগামী ৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে কর্মসূচি পালন করবে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করার আহ্বান করছি। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মহানগরীরর নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেম্বারে সদ্য নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটিকে শুভেচ্ছাকালে তিনি এসব কথা বলেন।

এরপর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।

এ সময় ফোরামের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।

এসময়ে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর কৃষকদলের সদস্য সচিব গুলজার হোসেন খান, যুবদল নেতা সম্রাট হাসান সুজন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সিদ্ধিরগঞ্জ নাসিক ১০নং ওয়ার্ড যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, হারুন অর রশিদ সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।