নির্বাচনী মাঠ আঁকড়ে ধরেছেন মেয়র প্রার্থী ফজলে রাব্বী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার এবারের নির্বাচনীও নৌকা প্রতীক প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠ আঁকড়ে ধরেছেন জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী। গত নির্বাচনে তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পেলেও দলীয় কোন্দলের কারনে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি তিনি। তবে এবার নির্বাচনী মাঠ ঘুছানোর পাশাপাশি নৌকা প্রতীক প্রত্যাশা নিয়ে নৌকার লড়াইয়েও নির্বাচনী মাঠে বেশ জোড়ালোভাবেই নেমেছেন তিনি।

গত নির্বাচনের পর সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা রাখেন তিনি। নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের তিনবারের আওয়ামীলীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর আপন ভগ্নিপতি অ্যাডভোকেট এটি ফজলে রাব্বী। গত নির্বাচনে ফজলে রাব্বীর নৌকা প্রতীক নিয়ে আসার পেছনে বড় ভুমিকাও ছিল নজরুল ইসলাম বাবুর। একইভাবে এবারের নির্বাচনেও সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানাগেল।

এদিকে নিয়মিত পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা করে যাচ্ছেন মেয়র প্রার্থী ফজলে রাব্বী। পৌরসভায় নিজের নির্বাচনী ঘুছিয়ে নেয়ার পাশাপাশি তিনি জেলা উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়েও লবিং করছেন নৌকা প্রতীক ছিনিয়ে আনার লড়াইয়ে। ৪ ডিসেম্বর শুক্রবার পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় ৪ জন মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর প্রস্তাব করার সিদ্ধান্ত নেয়া হয়। ৪ জনের মধ্যে অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীর নামও কেন্দ্রে পাঠানো হবে।