আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবী হোসেন (১৬) নামের এক পাওয়ারলুম শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার গোপালদী পৌর রামচন্দ্রদী গ্রামের একটি পাওয়ারলুম কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত নবী হোসেন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

গোপালদী তদন্ত কন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, বুধবার সারাদিন বিদ্যুৎ না থাকায় কারখানাটি বন্ধ ছিল। রাতে বিদ্যুৎ আসলে শ্রমিকরা কারখানায় কাজ করতে যায়। কাজ করতে গিয়ে দেখেন তাদের সহকর্মী শ্রমিক নবী হোসেনের লাশ কারখানার আড়ার সাথে ঝুলছে। পরে তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ। কারখানাটির মালিক রামচন্দ্রদী গ্রামের আমজাদ মোল্লার বলে জানা গেছে। তবে এ মৃত্যু নিয়ে এলাকায় গুনজন উঠেছে নিহত নবী হোসেনকে ভিতরে রেখে কে বা কারা মিলটি তালা মেরেছে। পুলিশ তালা খুলে মিলের ভিতর থেকে নবী হোসেনের লাশ উদ্ধার করেছে। এলাকা বাসীর ধারণা মিলের ভিতর তাকে সারাদিন তালাবদ্ধ করে রাখার কারণে মনের ক্ষোভে সে আত্মহত্যা করেছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত ) শওকত হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়না তদন্তের পর বিস্তারিতভাবে বলা যাবে তা হত্যা না আত্মহত্যা।