ধর্মব্যবসায়ীরা দেশকে আফগানিস্তান বানাতে পায়তার করছে: খাঁন মাসুদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র ফাতেহা-ই দোয়াজদহম উপলক্ষে সেলসারদি গাউছিয়া দরবার ওয়াকফ স্টেটে ২দিন ব্যাপী উরশে গাউসুল আজম অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাতভর স্বাস্থ্য বিধি মোতাবেক ওয়াজ ও দোয়া মাহফিলের মাধ্যমের এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

দোয়ায় প্রধাণ অতিথি বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধাণের অসুস্থ্যজনিত কারণে উপস্থিত থাকতে পারেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ। তিনি বলেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের থেকে দূরে থাকতে হবে। এদেশ ৩৬০ আউলিয়ার দেশ আমরা সেটা বিশ্বাস করি। যারা মাজার পূজার কথা বলে পীর আউলিয়াদের দূর্নাম করে তারা আর কেউ নয় ইসলামের শত্রু। কিছু ইসলামি লেবাসদারী মৌলবাদী সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিতে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। তারা আমাদের দেশকে আফগানিস্তান বানাতে চায়। তাদের জেনে নেয়া উচিৎ বাংলার সুন্নি-জনতা সর্বদা একত্রিত আছে। ধর্ম নিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের স্বপ্ন কখনো পূরণ হবে না।

মোনাজাত পরিচালনা করেন, উল্লেখিত দরবার শরিফের মোতাওয়াল্লী পীর শাহসূফী মাওলানা সৈয়দ হাবিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সমাজ সেবক আব্দুর রঊফ, যুবলীগ নেতা মাসুম আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হারুন প্রধাণ, যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, জুবায়ের আহমেদ প্রমুখ।