উন্নয়নের ক্ষেত্রে কোনো দলমত নেই: আনোয়ার হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নতশীল রাষ্ট্রে পরিনত হবে। আমাদের দল মত উর্ধ্বে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো দলমত নেই। মুসলিম একাডেমি যেমন জনগণের জন্য কাজ করে আমাদেরকে তাদের সহযোগীতার হাত প্রসারিত করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম একাডেমির নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

২৩ নভেম্বর সোমবার বিকেল ৫টায় মহানগরীর মাসদাইর বাজারস্থ মুসলিম একাডেমির নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মুসলিম একাডেমির সভাপতি খোরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মুসলিম একাডেমির নির্বাহী পরিচালক মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আলী ভূইয়া।

উপস্থিত ছিলেন মুসলিম একাডেমির সহ-সভাপতি আবু ছিদ্দিক ভূইয়া, সহ-সভাপতি সফিকুর রহমান, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার, সহ-নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক অর্থ আব্দুল মজিদ সিদ্দিকী, পরিচালক দপ্তর ও প্রচার মোঃ আব্দুল আলিম,পরিচালক ক্রীড়া খাজা ইরফান আলী, পরিচালক শাহ আলম ভূইয়া, মনির হোসেন খান, ডাঃ নুরুল হক, হাবিবুর রহমান হাবিব, শাহজালাল প্রধান, মোঃ আসলাম হোসেন, মোঃ আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্তরের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।