নারায়ণগঞ্জে নাট্যকার কুতুবউদ্দিন ও খসরু স্মরণে সভা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের দুই নক্ষত্র নাট্য ব্যক্তিত্ব যথাক্রমে কুতুবউদ্দিন আহম্মেদ ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু স্মরণে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত স্মরণ সভা ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় মহানগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের করিডোরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহার সভাপতিত্বে করোনা আক্রান্ত ও স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী নাট্য ব্যাক্তিত্বদের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

ঐকিক থিয়েটারের সহ-সভাপতি আতিকুল ইসলাম মুন্নার সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত দু’ নাট্য ব্যাক্তিত্বে জীবনী নিয়ে আলোচনা করেন জনেজনে নাট্য দলের দলপতি বাহাউদ্দিন বুলু, সিরাজউদ্দৌলা নাট্য দলের কর্ণধার মোঃ খালেকুজ্জামান মিয়া, নাট্যালাপের দলপতি বিশ্বনাথ বিশ্বাস, উম্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মঞ্চ শিল্পী সংগঠক কাজী বদরুল ইসলাম খোকন ও ইউসূফ মেম্বার।

এ সময় ছিলেন সিরাজউদ্দৌলা নাট্যদলের সদস্য সারোয়ার খান, বিমল চন্দ্র ঘোষসহ আরো অন্যান্য নাট্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, নাট্যশিল্পীরা কর্মের মাঝেই বেঁচে থাকে। তাদের অর্জণ সম্মান। সম্মান ছাড়া এ জগতের মানুষগুলো আর কিছুই আসা করেনা। কেবল মৃত্যুর পর স্মরণ নয় জীবিত থাকাবস্থায় নাট্যকর্মীরা সম্মান পায় সেই ধরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। জীবদ্দশায় কে কেমন আছে প্রত্যেকেই প্রত্যেকের খোঁজ নেয়া উচিত।

উল্লেখ্য, জীবদ্দশায় মরহুম কুতুবউদ্দিন আহম্মেদ বাংলাদেশ চলচ্চিত্রে, বেতার ও মঞ্চে প্রায় আড়াই শতাধিক ছবি ও নাটকে অভিনয় করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অবিচার,পদ্মা নদীর মাঝি বড় ভাল লোক ছিল। এছাড়াও বিভিন্ন সময়ে সে গ্রুপ থিয়েটার ফেডারেশ কর্তৃক সম্মামনা পদক(২০০৪ সাল) ও নারায়ণগঞ্জ থিয়েটার পদক(২০০৮ সাল) লাভ করেন। অপরদিকে সৈয়দ খোরশেদ আলম খসরু সিরাজউদ্দৌলা নাট্যদলের দলপতি সহ বিভিন্ন সময়ে ভারত ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য নাটকে অভিনয় সহ পরিচালনা করেছেন।