আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় আহত ৪

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর সোমবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার পাঠানেরকান্দী গ্রামে। এ ব্যাপারে আহত কানাইলাল রায় বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের বিদেশ ফেরত কানাইলাল রায়ের বাড়ীতে সকাল ৯টার দিকে পূর্ব আক্রোশে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী প্রতিপক্ষ শুভ ও তার পরিবারের লোকজন। তারা কানাইয়ের পরিবারের লোকজনদেরকে মাইরপিটে আহত করে চলে যায়।

এরপর কানাই সকাল ১১টার দিকে তার বাড়ী থেকে একটি দামী হোন্ডা যোগে তার ভাতিজা লিটনকে সঙ্গে নিয়ে কলাগাছিয়ার মোড়ে যাচ্ছিল। এ সময় পথে তার হোন্ডা আটকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শুভরা। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। দুটি হামলায় কানাই সহ তার ভাগিনা লিংকন, চাচােতা ভাই নারায়ণ এবং ভাতিজা লিটন আহত হয়। সন্ত্রাসীরা তার মোটর সাইকলেটি ও ভেঙ্গে ফেলে এবং তার সঙ্গে থাকা একটি স্বর্ণের চেইন, দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।