সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধিদের ভাতার বই বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ডে বন্দর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত ২০১৯-২০অর্থবছরের আওতায় বয়স্ক ও অসচ্ছল প্রতিবন্ধিদের ভাতার বই বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকালে সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কার্যালয় হতে এই বই বিতরণ করা হয়। এ সময় ঐ ওয়ার্ডের প্রায় ২৮ জনের হাতে এ বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান

অনুষ্ঠানে বন্দর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন।

উল্লেখ্য, ভাতাবই প্রস্তুত সহ আনুঙ্গিক খরচ বহন এবং গ্রহিতা সকলকে গাড়িভাড়া বাবদ নগদ ১শত টাকা করে প্রদান করেন কাউন্সিলর দুলাল।

এ সময় কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বলেন, এ বই ও ভাতা আপনাদের আমানত। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বয়স্ক, অসচ্ছল ও প্রতিবন্ধিদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছে। আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। দেশ ও জাতির কল্যাণে সরকার কাজ করছে। আর তার ক্ষুদ্রতম কর্মী হিসাবে জনগণের জন্য কিছু কাজ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি।

এ সময় সমাজ সেবক জসিম উদ্দিন প্রধান, জাকির প্রধান, রিপন প্রধান, শান্ত তালুকদার, অনিক তালুকদার অপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।