নারায়ণগঞ্জে গণপরিবহনের ড্রাইভার ও যাত্রী সহ ৫ জনকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সরকারি বিধি অমান্য করার কারণে নারায়ণগঞ্জ লিংক রোডে গণপরিবহনে ড্রাইভার ও যাত্রী সহ পাঁচ জনকে ১ হাজার ৮’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৮ নভেম্বর রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের সামনে লিংক রোডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, জেলা ই-সেবা কেন্দ্র) মানজুরা মুশাররফ ও (শিক্ষা শাখা, রেডিও নারায়ণগঞ্জ, মিডিয়া ও রিসার্চ সেল) সানজিদা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে মাস্ক না পড়ার অপরাধে ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায়, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে ও সড়ক পরিবহন আইনে মোট পাঁচ জনকে ১ হাজার ৮’শ টাকা জরিমানা করেছে।

এসময় অভিযান পরিচালনাকালে বি.আর.টি.এ এর মটর যান পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।