বিতর্ক ঠেকাতে তারাব পৌর ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর ছাত্রদলের আহ্বায়ক কাজী রাজনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে অভিযোগ ওঠেছিল মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে এ পদে অধিষ্ট করা হয়েছে।

৪ নভেম্বর বুধবার কমিটি ঘোষণার তিনদিন পরেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিবৃতি দেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সেক্রেটারি খাইরুল ইসলাম সজীব।

কাজী রাজনের পরিবর্তে বর্তমানে পৌরসভার প্রথম যুগ্ম আহ্বায়ক মুজহারুল ইসলাম রাজীবকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি মিডিয়াাতে জানান, এবার ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রে বিবাহিতদের বাদ দেওয়ার নিয়ম ছিল। কিন্তু গত আগস্টে রাজনের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি জেলা কমিটি ও সাংগঠনিক টিমের নজর এড়িয়েছিল। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে ঘটনা তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া গেলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।