সোনারগাঁয়ে এমপি হাজী সেলিমের দখলবাজি, খাস জমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিল্পনগরী মেঘনাঘাটে অবৈধভাবে দখল করে রাখা মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানির অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

১ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাটে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ উচ্ছেদ অভিযান চালান।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আতাউর রহমান ও পুলিশ সদস্যরা।

সময় স্বল্পতার কারণে সব স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে দখল ছেড়ে দিতে তিনদিনের সময় বেঁধে দিয়ে নোটিশ দিয়েছে সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়।

এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে পুণরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।

তিনি বলেন, মদিনা গ্রুপের দখলে থাকা প্রায় ১৪ বিঘা সরকারি সম্পত্তি চিহ্নিত করেছি আমরা। কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সব উচ্ছেদ সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে তিনদিনের সময় বেঁধে দিয়ে নোটিশ করেছি। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করব।