শহীদ বাদলের সুস্থ্যতা কামনায় বন্দর কলাগাছিয়ায় আওয়ামীলীগের দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া-চরঘারমোড়া বিশ্বনবী(সাঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

কলাগাছিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী এরসাল হক, আওয়ামীলীগ নেতা কুতুবউদ্দিন আহমেদ, হাফেজ আহমেদ, বন্দর উপজেল বন্দর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আশরাফুল হক মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোক্তার উদ্দিন মুক্ত, সহ-সভাপতি শামিম সরদার, নুর হোসেন, ডা.ফারুক, ইউনিয়ন ৭, ৮,৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসতিয়াক উদ্দিন জারজিস, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি, ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি শাহিন তাহেরী সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোঃ লিটন, সহ-সভাপতি মাহমুদল হাসান জুয়েল, ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন মদিল, আবু তালেব, সারওয়ার হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশিফ মাহমুদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাউসার আহমেদ সানজু, শেখ সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুর রহমান জিএম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ।

মোনাজাত পরিচালনা করেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা এমদাদুল হক।

প্রসঙ্গত, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের কিছু উপসর্গ নিয়ে ৪ অক্টোবর রবিবার কোভিড-১৯ রির্পোটে পজেটিভ আসে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

করোনার শুরু থেকেই নারায়ণগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল। মহামরির সে সময় থেকে অসুস্থ অবস্থায়ও সরকারি ত্রানসহ ব্যক্তি উদ্যোগে আর্থিক ও অন্যান্য সহযোগিত করেছেন জেলার বিভিন্ন এলাকায়। অসহায়দের পাশে থেকে সহযোগিতা করেছেন নিয়মিত।