দেশের সাধারণ মানুষের ইজ্জত আজ এই জালিম সরকারের কাছে জিম্মি: সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের নেতারা নির্বাচিত হওয়ার পর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেশব্যাপী আলোচিত আইনজীবী নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই সময় সাখাওয়াত হোসেন খানও নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল থাকার আহ্বান জানান।

এ সময় নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমানে দেশে আইনের কোন সঠিক প্রয়োগ নেই। দেশের আইন এখন শাসক গোষ্ঠির নিয়ন্ত্রণে চলে গেছে। তাই সারাদেশে গুম খুন ধর্ষণ নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে। বর্তমান অবৈধ সরকারের স্বৈরশাসনের ফলাফল হচ্ছে আজকের এই নৈরাজ্যকর পরিবেশ। দেশের সাধারণ মানুষের ইজ্জত আজ এই জালিম সরকারের কাছে জিম্মি। তাই দলমত নির্বিশেষে দেশের সকল নির্য়াতিত মানুষকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সে প্রতিরোধের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হওয়ার আহবান জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বৈরাচারি সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।

৭ অক্টোবর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একটি চেম্বারে নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুুরুল কাদির সোহাগের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সাবেক সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল এবং নবগঠিত কমিটির আইনজীবীগণ।

এর আগে গত ৬ অক্টোবর মঙ্গলবার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তাকে ও অ্যাডভোকেট নূরুল কাদির সোহাগকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাছুদুর রহমান তরফদার মিলন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইকবাল আহাম্মেদ মানিক, সহ-সভাপতি অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট রাজীব মন্ডল, অ্যাডভোকেট মামুন মাহমুদ, অ্যাডভোকেট আলী হোসাইন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমেনা প্রধান শিল্পী, সহ-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল আহাম্মেদ, অ্যাডভোকেট আহসান হাবীব ভুঁইয়া গোলাপ, অ্যাডভোকেট সারোয়ার জাহান, অ্যাডভোকেট আদনান মোল্লা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নয়ন ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লায়েছ মেহেদী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট দিপু আহাম্মেদ, সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন।

প্রসঙ্গত, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।