সিদ্ধিরগঞ্জে ৬টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র আইভী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৩৬ কোটি টাকা ব্যয়ে ডিএনডি খালের উপর আধুনিক ৬টি ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে সিটিকর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় স্থানীয় কাউন্সিলর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিলাদ ও দোয়া শেষে মেয়র প্রকল্পের মোড়ক উন্মোচন করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আইভী। পরে তিনি ব্রীজের পাইলিং কাজ পরিদর্শনও করেন।

এছাড়াও মেয়র সিটি কর্পোরেশনের মালিকানাধীন সিদ্ধিরগঞ্জ থানার পুরাতন ভবন (সুমিলপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার) পরিদর্শন করেন। পরে নাসিক ৬নং ওয়ার্ডের চরসুমিলপাড়া এলাকায় শীতলক্ষা নদীর পাড়ে ঘাট পরিদর্শনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: আজগর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সুমন চন্দ্র দেবনাথ, সহকারী প্রকৌশলী তরুণ কুমার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

জানাগেছে, বাংলাদেশ সরকার ও জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে কার্যনির্বাহী সংস্থা এলজিইডির তত্ত্বাবধানে সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় এ উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৮৪ লাখ ৪’শ ৩৯ টাকা। মীর হাবিবুল আলমের মালিকানাধীন উদয়ন বিল্ডার্স জেভি নামক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সিটি কর্তৃপক্ষ থেকে কার্যাদেশ পেয়ে এ প্রকল্পের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।