নারায়ণগঞ্জের চাঁদাবাজদের বিরুদ্ধে এসপির কঠোর হুশিয়ারি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, কেউ যদি আইন না মানেন তাহলে আমি অত্যন্ত কঠোর হবো। আইনের বেলায় আমি কোনো ছাড় দেই না। সুতরাং সবাইকে আইন মেনেই চলতে হবে।

১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোড়ে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সময় এসব কথাগুলো বলেন।

এসপি জায়েদুল আলম নিতাইগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিতাইগঞ্জ আজকে থেকে যানজটমুক্ত হল। নিতাইগঞ্জ মোড়ে ব্যবস্থাপনার ব্যবস্থাপনার অভাবে যানজট লেগেই থাকে। কখনো এক লেনে, কখনো দুই লেনে, কখনো তিন লেনে গাড়ি থাকে। এর জন্য আমি ব্যবসায়ী, শ্রমিকদের দোষারোপ করবো না। যেখানে সিস্টেম না থাকে সেখানে কোনো কিছুতেই কাজ হয় না। আমরা একটা ব্যবস্থাপনায় আসতে চাই। যদি ব্যবস্থাপক ব্যর্থ হয় তাহলে আমরা ব্যবস্থাপক পরিবর্তন করবো।

তিনি গাড়ির পার্কিং এর বিষয়ে বলেন, নিতাইগঞ্জ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে রাস্তায় এক লাইনের বেশি গাড়ি রাখা যাবে না। হাসপাতাল, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসের সামনে কোনো গাড়ি রাখা যাবে না। তা সবাইকে মানতে হবে। এই ব্যবস্থাপনা হবে কঠোর এবং কঠিন।

আটা-ময়দা মিল সমিতির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, টিআই (প্রশাসন) ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান বেগ, নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ট্রাক কর্ভারভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শফি উদ্দিন প্রধান, জেলা ট্রাক কর্ভারভ্যান ট্রাংকলরী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান রিপন প্রমুখ।