আড়াইহাজারে আজাদ এগ্রো ফার্মে ডাকাতি, ৯টি গরু লুট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একদল ডাকাত ট্রাকে করে এসে একটি এগ্রো ফার্মে ঢুকে নৈশ প্রহরীকে বেঁেধ মারধর করে ৯টি ষাড় গরু লুটের ঘটনা ঘটেছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের শিল্পপতি আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ এগ্রো ফার্মে এ ডাকাতি সংঘটিত হয়। ৯টি গরুর দাম প্রায় ১৫ লক্ষ টাকা বলে দাবি করেছেন মালিকপক্ষ।

ডাকাতদল এ সময় হাত পা বেধে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই নৈশ প্রহরী রফিক ও রিফাতকে মারাত্মক জখম করে।

নৈশ প্রহরীরা বলেন, ১০/১৫ জনের একদল ডাকাত রাত ২টার দিকে ট্রাক নিয়ে এসে আমাদের বেধে হাতুড়ি দিয়ে পেটায়। পরে তারা ফার্মের ৪০টি গরুর মধ্যে বড় ৯টি ষাড় গরু ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধারে কাজ শুরু হয়েছে। ডাকাতদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।