সোনারগাঁও আনন্দবাজারে অভিযান, কোটি টাকা মূল্যের কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার হাট থেকে ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে মৎস্য অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকা মূল্যের এ কারেন্ট জাল জব্দ করেন। এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সাথে জড়িতরা পালিয়ে যায়।

সোনারগাঁও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল নদীতে ইলিশ সহ সব ধরণের মৎস্য শিকার নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ মাছ সহ সব ধরণের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে। কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়। তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে সোনারগাঁও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।