তৈমূর বলয়ে ৮৬জন, সাখাওয়াত বলয়ে ১৫২আইনজীবী!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনকল্পে বিতরণকৃত সদস্য ফরমেই প্রমাণিত হয়ে গেছে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের জনপ্রিয়তা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেয়ে দিগুণ কমেছে। তাও ফরম বিতরণে একপক্ষ টেনেটুনে ফরম পূরণ ও আরেকপক্ষের কাছে স্বেচ্ছায় গিয়ে ফরম নিয়ে পূরণের ঘটনাও ঘটেছে বলে জানাগেল। ফলে আবারো নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিজের অবস্থানের জানানি দিলেন সাখাওয়াত হোসেন খান। তবে এই ফরম কেবল যারা মুলত সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তারাই ফরমের অন্তর্ভূক্ত হয়েছেন।

জানাগেছে, নারায়ণগঞ্জ জেলায় বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের লক্ষ্যে আইনজীবী ফোরামের তালিকাভুক্ত সদস্য ফরম কেন্দ্রে পৃথকভাবে জমা দিয়েছেন নারায়ণগঞ্জের নেতারা। যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির দুইভাগে আইনজীবীদের তালিকা কেন্দ্রে জমা দেন। কিন্তু হাস্যকর বিষয় হলো তৈমূর আলম খন্দকার যে ক’জন আইনজীবীর নামের তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন তার প্রায় দিগুণ নামের তালিকা জমা দিয়েছেন সরকার হুমায়ুন কবির যিনি সাখাওয়াত হোসেন খানের সঙ্গেই রাজনীতি করছেন।

ঘটনা সূত্রে, করোনার পূর্বে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। ওই সময় ফরম বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের আইনজীবীদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরবর্তীতে বিএনপির আইনজীবীরা দুইভাগে বিভক্ত হয়ে ফরম বিতরণ করেন। অনেকেই দাবি করতেন নারায়ণগঞ্জ আদালতপাড়ার রাজনীতিতে তৈমূর আলম খন্দকার ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানের বলয় রয়েছে। কিন্তু এবার সরকার হুমায়ুন কবিরের সঙ্গেই পেরে ওঠলেন না তৈমূর আলম খন্দকার। কারন দুইভাগে ফরম বিতরণ ও পূরণ করে কেন্দ্রে জমা দেন তৈমূর আলম খন্দকার ও সরকার হুমায়ুন কবির। যেখানে মাত্র ৮৬ জন আইনজীবীর তালিকা জমা দিয়েছেন তৈমূর আলম খন্দকার সেখানে সরকার হুমায়ুন কবির ১৫২ জন আইনজীবীর নামের তালিকা জমা দিয়েছেন।

২১ সেপ্টেম্বর এক প্রাপ্তি স্বীকার পত্রের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব এ তথ্য জানান।

ওই পত্রে তিনি জানান, ২১সেপ্টেম্বর অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের কাছ থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ ইউনিট থেকে ১৫২টি সদস্য ফরম গ্রহণ করা হয়েছে। এর আগে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছ থেকে ৮৬টি সদস্য ফরম গ্রহণ করা হয়েছে। মোট ২৩৮টি সদস্য ফরম গ্রহণ করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নাই।

এর আগে গত ২০১৭ সালের ৭ জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তৎকালীন কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জে ২৮৭জন আইনজীবীকে নিয়ে একটি কমিটি ঘোষণা দেন। কমিটিতে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরকে সভাপতি ও অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফোরামের কেন্দ্রীয় বর্তমান কমিটি সারাদেশের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে সদস্য ফরম বিতরণের কার্যক্রম শুরু করেন।