সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন ভূঁইয়া, জেলার সহ- সভাপতি সালাম খন্দকার সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব, সমাজ কল্যাণ সম্পাদক নয়ন দাস প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাকে সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে কামনা করেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী। এ উপলক্ষে আগামী শনিবার সকাল ৮টায় চাষাঢ়া বালুর মাঠে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। যথাযথ সময়ের মধ্যে সকল নেতাকর্মীদের থাকার আহ্বান করেছে তারা।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা মাল্টিপারপাস হল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, কাকরাইলে অনুষ্ঠিত হবে।


