হৃদয় গহীনে ——সুমী ধর

……………………………
শীতের দমকা শীতল হাওয়ায়
অবুঝ হৃদয় কুয়াশায় মাখা,
বেইন্যে থেকে বৈকাল বেলায়
বন্ধু তোমায় খুঁজে বেড়াই।

জানি একদিন এই ছিন্ন বাঁধন
ছিরে তুমি পোড়াবে এই মন,
ছিলে তুমি, থাকবে মনে
যুগ যুগান্তরে বন্ধু হয়ে।

শীতের সোনা রাঙা সকালে
অপেক্ষায় থাকি প্রতি মুহুর্তে,
হিমেল বাতাসে তোমার সান্নিধ্য
আলতোভাবে ছোয়াবে এই গায়ে।

আঁধার রাতে মিষ্টি আলোয়
তৃষ্ণার্ত ভরা আমার এই হৃদয়,
পদ্ম জলরাশি উম্মুক্ত ঢেউয়ের মত
তান্ডব তুমি শুরু যে করো।

বেদনার্ত হৃদয় আমার
কেঁদে কেঁদে বেড়ায় তখন।
নিঃষ্পাপ প্রাণ যে তোমার নিকট
নিঃস্বার্থভাবে করলাম সমর্পণ।

নির্বুদ্ধিতার মন যে আমার
বেদনা দিওনা অন্তরে জ্বালা,
আমার দেহের শ্বাস-প্রশ্বাসে
মিশে গেছো একাকার হয়ে।

আলিঙ্গন করব আমরা দুজন,
দুজন, দুজনে হৃদয় গহীনে।।