আইনজীবী হারুন অর রশিদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতি। সিনিয়র এই আইনজীবীর মৃত্যুতে তার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্ব বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভিজিটার বার ভবনে এ শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

এতে মরহুম অ্যাডভোকেট হারুন অর রশিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম দেলোয়ার হোসেন সরকার।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানের পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট এবি সিদ্দিকী, অ্যাডভোকেট এমদাদুল হক তারাজউদ্দীন আহমেদ, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, ভিপি কৌশলি অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আক্তার রিতা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, জেলা আওয়ামী মহিলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, অ্যাডভোকেট নুর জাহান বেগম ও অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সমিতির কার্যকরী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ সম্পাদক অ্যাডভোকেট আবুুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূসরাত জাহান তানিয়া, কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট কামরুন নেছা সূবর্ণা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আজিম ভূঁইয়া ও অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর সহ অন্যান্য আইনজীবীগণ।