মসজিদে বিস্ফোরণে আহত মামুনের বাড়িতে পুষ্টিকর খাদ্য নিয়ে ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহত মো. মামুনের বাড়িতে পুুষ্টিকর খাদ্য নিয়ে দেখতে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।

৭ সেপ্টেম্বর সোমবার রাতে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ চিকিৎসা শেষে বাড়ি আসার পরপরই ইউএনও নাহিদা বারিক ফল ফ্রুটস নিয়ে আহত মামুনকে দেখতে যান। আহত মামুন একজন গ্রার্মেন্ট শ্রমিক, পশ্চিম তল্লা এলাকার মো. মনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এসময় নাহিদা বারিক বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা সকলেই মর্মাহত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় এই ঘটনায় হতাহতদে খোঁজ খবর নিচ্ছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিচ্ছেন। আমরা আপনাদের পাশে আছি কোনো প্রয়োজনে আমাদের জানাবেন আমরা সেটি সমাধান করার চেষ্টা করবো।

মামুনকে দেখতে যাওয়ার সময় ইউএনও নাহিদা বারিক এর সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসও উপস্থিত ছিলেন।