মসজিদে এসি বিস্ফোরণে দ্বগ্ধ মুসল্লিদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাখাওয়াত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সদর থানাধীন পশ্চিম তল্লা এলাকায় বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ মুসল্লিদের দেখতে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

হাসপাতাল থেকে বেরিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত আহতদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। সেই সাথে তাদের সুচিকিৎসার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং আহতদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি তাদের বাড়িতে যাবেন বলে জানান।

উল্লেখ্য, শুক্রবার ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর থানাধীনতল্লা এলাকায় বাইতুস সালাম জামে মসজিদে এশার নামাজ চলাকালে এসি বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লী অগ্নিদগ্ধ হন। তাদেরকে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বাণ ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়া হয়। মোট ৩৭ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।