মেধাবী শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা করলেন অয়ন ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লার এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন একেএম অয়ন ওসমান। মেধাবী ওই শিক্ষার্থী চলতি বছরে ভর্তি পরীক্ষায় ঢাকা নটেরডেম কলেজে উত্তীর্ণ হলেও অর্থনৈতিক সংকটের কারনে ভর্তি হতে পারছিলেন না। তাকে আর্থিকভাবে সহযোগীতা করেছেন অয়ন ওসমান।

জানাগেছে, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করা মেধাবী শিক্ষার্থীর নাম নিরব। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যখন স্বমামধন্য কলেজে পড়ালেখার করার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছিলো ঠিক ওই সময়ই মেধাবী ছাত্রের স্বপ্ন পুরনে এগিয়ে আসলেন অয়ন ওসমান।

ফতুল্লা থানাধীন দাপা বেপারীপাড়া এলাকার আব্দুল সালামের ছেলে নিরব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিকে ঢাকার নটেরডেম কলেজে পড়ালেখা করার স্বপ্নে বিভোর থেকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না।

৩০ আগস্ট রবিবার শিক্ষার্থীর পড়ালেখার দ্বায়িত্বের পাশাপাশি অয়ন ওসমানের পক্ষ থেকে নিরবকে এক লাখ টাকা প্রদান করা হয়।

একেএম অয়ন ওসমানের পক্ষে এই অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ ও মহানগর যুবলীগ নেতা কাউছার আহম্মেদ প্রমূখ।