সোনারগাঁও থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সকলের সহযোগিতায় যেকোন মূল্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মাদক, সন্ত্রাস, চাদাঁবাজ নির্মূল করার ঘোষণা দিয়েছেন সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় আয়োজিত ওপেন হাউজডেতে এ ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-কমান্ডার ওসমান গনি প্রমূখ।

পরে অতিরিক্ত পুলিশ সুপার টি.এম মোশারফ হোসেন সোনারগাঁয়ে চুরি, মাদক ব্যবসা, নৌ চাঁদাবাজী ও বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।