সোনারগাঁও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ট্রেনিং সেন্টারের উদ্বোধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় উপ-পরিচালক জিনাত সুলতানা। ১২ আগস্ট বুধবার উপজেলায় এলডিডিপি এর অর্থায়নে নির্মিত এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবীব, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া, উপজেলা ফিল্ড ফেসিলিটেটর মো. কামরুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের এলজিএসপি সদস্যরা।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব বলেন, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইনা, শুধু আমার কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করে দিবেন যাতে করে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাণি সম্পদ দপ্তর হিসেবে সোনারগাঁ উপজেলা স্থান পায়। এ উপজেলাকে শ্রেষ্ঠ করার জন্য আপনাদের যা যা করণীয় ও সহযোগিতা করার দরকার আমি তাই করব।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার বলেন, যারা এলজিএসপি তে কাজ করতেছেন তাদের প্রত্যেকের একটি করে খামার থাকতে হবে। যাতে করে নিজে গবাদি পশুর যতœ নিতে পারেন ও অন্য খামারীকে সেবা দিতে পারেন।

উপ-পরিচালক জিনাত সুলতানা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সকলকে কাজ করতে হবে তবেই সোনার বাংলা গড়ে উঠবে একদিন।