স্কুলের সম্পত্তি রক্ষা ও মসজিদে চলাচলে রাস্তার দাবিতে বন্দরে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নে ৬০নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি ও দু’টি মসজিদের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বালিগাঁও এলাকাবাসী। ৯ আগস্ট রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধাণ ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমাজ সেবক আব্দুল ওহাব, আব্দুল মতিন, আব্দুল মালেক, হযরত আলী, পাপ্পু হোসেন, ইয়াকুব আলী, আবু তালেব, সাইদির আলী ও আদম আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে স্থানীয় সমাজ সেবক জামাল মাষ্টার এবং আকবর আলী গং ১৯৭৫ সালে তাদের ৬৬শতাংশ সম্পত্তি স্কুলের নামে ওয়াকফা করেছে সেখানে তাদের ওয়ারিশ নাসির মাষ্টার, আবু সাঈদ ও করিম মোল্লা গং তা বেদখলের চেষ্টা করে হীণ্যমন্যতার পরিচয় দিচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এসব দখলে নেয়ায় বালিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩শতাধিক কোমলমতি শিক্ষার্থী সহ তৎসংলগ্নবর্তী দু’টি মসজিদের মুসল্লীদের যাতায়াতে সীমাহীণ দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।