স্কুল ও কলেজ প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জে পুলিশের কর্মশালা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ পুলিশ পরিচালিত দেশের ৮টি বিভাগীয় শহরে আবাসিক ও অনাবাসিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষে মতামত সংগ্রহ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট শনিবার দুপুরে পুলিশ হেড কোয়ার্টার্স শিক্ষা শাখার উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী কর্মসূচির ঘোষণা অনুযায়ী বৃক্ষ রোপন করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জেলা পুলিশের উদ্যোগে ১শত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হবে। তারই অংশ হিসেবে ডিআইজি স্যারকে দিয়ে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, এএসপি সুবাস সাহা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ।