মুজিববর্ষ উপলক্ষ্যে সোনারগাঁয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনে বাংলাদেশ সেনাবাহিনীর দিকনির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় স্থানীয় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, কোভিট-১৯ পিসি আর পরীক্ষা সহ প্রয়োজনীয় সহায়ক ও উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করেন।

এ উপলক্ষে দুপুরে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- লেঃ কর্ণেল ফখরূল আলম, বিএসপি, এমপি এইচ অধিনায়ক ১১ফিল্ড এম্বুলেন্স, মেজর ডাঃ রাজিয়া সুলতানা গাইনোলজিষ্ট, ক্যাপ্টেন ডাঃ আমেনা আক্তার, মেডিক্যাল অফিসার, লেঃ মোঃ আনোয়ার হোসেন, লেঃ কর্ণেল মো আবুল মুত্তাকিম, মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, লেঃ রীজভীউল হক রিয়াদ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা প্রমূখ।