সোনারগাঁয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

২২ জুলাই বুধবার বিকেলে ৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন থেকে মোগরাপাড়া কলেজের সামনে জোড়া ব্রীজ পর্যন্ত ৬ হাজার ৫’শ ৬৫ মিটার দৈর্ঘ্যের একটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন- শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, শম্ভুপুরা ইউপি মেম্বার সাজেদ আলী, মোস্তাফিজুর রহমান কবির মেম্বার, রিয়াজুল হক টিটু মেম্বার, সাবেদ আলী মেম্বার, মহিলা মেম্বার শারমিন আক্তার প্রমূখ।

এছাড়া স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।