সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২০ জুুলাই সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রাইম এনালাইসিস ও কমিউনিটি পুলিশিং ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. আক্তার হোসেন।
বৈদ্যেরবাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ একুকেশন এন্ড টেকনোলজি সোসাইটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্ণমেন্ট বাংলাদেশ এনজিও এফেয়ার্স ব্যুরো প্রোপাইটর মো. ইনামুল হক খন্দকার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে প্রধান অতিথি আক্তার হোসেন স্কুলের বিভিন্ন দিক পরিদর্শন করেন।


