নাসিকের ১২নং ওয়ার্ডে ৪’শ পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মহামারী নভেল করোনাভাইরাস চলাকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ডনচেম্বার, মিশনপাড়া, বাগে জান্নাত ও চাষাড়া এলাকার চার’শ অসহায়দের মধ্যে প্রোটিন পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ প্রতি পরিবারকে ১ লিটার গরু দুধ ও ১২টি করে ডিম বিতরণ করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু।

এ সময় শওকত জানান, পর্যায়ক্রমে ১২নং ওয়ার্ডের সকলের মাঝে এই প্রোটিন চাহিদা পূরণে দুধ-ডিম দেয়া হবে। করোনা পর থেকে প্রতিটি নাগরিকদের জন্য পৃথক পৃথক কার্যক্রম নেয়া হয়েছে।

করোনা সময়ে শিশুদের প্রোটিন খাবারের ব্যবস্থা করায় ইতিমধ্যে কাউন্সিলর শওকত হাসেম শকুকে দুধওয়ালা কাউন্সিলর হিসেবে আখ্যা দিয়েছে শিশু জামিল।

২০ জুলাই সোমবার দুপুর ২টায় নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ডনচেম্বার, মিশনপাড়া, বাগে জান্নাত ও চাষাড়া এলাকার সাড়ে চার’শ অসহায় পরিবারদের প্রতি প্রোটিন পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ১ লিটার গরু দুধ ও ১২ টি করে ডিম বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সচিব কাজী সিয়াম, ফারুক আহম্মেদ রিপন, দোলন, নবী হোসেন, জুলহাস প্রমূখ।