এমপি খোকার স্বেচ্ছাসেবী টিমের ২২তম লাশ দাফন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২২ জনের লাশ দাফন করেছে এমপি লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিম।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. সবুজ বয়স (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে রাত ১১টায় মারা যান। পরে সাড়ে ১২টা থেকে শুরু করে ভোর সকাল চারটায় পিরোজপুর গ্রামের ভাটিবন্ধর এলাকায় দাফন কাফন জানাজার নামাজ সম্পন্ন করে এমপি খোকার স্বেচ্ছাসেবী টিম।

১৬ জুলাই বৃহস্পতিবার সকালে তারা এ লাশ দাফন করেন। এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা তাদের করোনায় নিহত ২২তম লাশ দাফন সম্পন্ন করেন।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকর নির্দেশে টিম লিডার মুহাম্মদ সানাউল্লাহ বেপারী নেতৃত্বে সহযোদ্ধাদের মাধ্যমে পরিচালনায় মো. ওমর ফারুক বৈদ্যেরবাজার ইউনিয়ন লিডার মো. আলী আকবর, মো. গোলজার হোসেন, মো. আবু সাইদ, সনমান্দী ইউনিয়ন লিডার মো. ফয়সাল, মো. আজিজুল হক, মো. মহিবুল্লাহ, মো. হৃদয়, মো. রিয়াদ, মো. মাইনুল, মো. ফাহমিদ তুহিন, মো. আবু সুফিয়ান, মো. আরিফ, মো. সুভন হোসাইন, মো. আল-আমিন, মো. গাজী মাইনুদ্দিনে মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।