এমপি খোকার উদ্যোগে উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ অব্যাহত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের করোনা রোগী ও লকডাউন পরিবারের মাঝে উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবী টিমের উদ্যোগে উপজেলার দুই শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানাগেছে, সোনারগাঁয়ে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩১জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও লকডাউন প্রায় ২ হাজার ৫’শ ৮০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী, প্রয়োজনীয় ওষুধ, এম্বুল্যান্স সেবা, নিয়মিত খোজ খবর স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নিয়ে থাকেন এমপি লিয়াকত হোসেন খোকা।

এ ব্যাপারে সার্বক্ষনিক সহযোগিতায় নিয়োজিত রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবু নাঈম ইকবাল, স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ রায়হান জয়, জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক।

স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন মোঃ টিম লিডার সানাউল্লাহ বেপারী, মোঃ আলী আকবর, মোঃ ওমর ফারুক, মোঃ গোলজার হোসেন, আজিজুল হক, মোঃ আবু কালাম, মোঃ মুহিবুল্লা মিয়া, মোঃ ফয়সাল হোসেন, গাজী মোঃ মাইনুদ্দিন, মোঃ ফাহমিদ তুহিন, মোঃ জানে আলম, মোঃ সুমন মীর, শেখ মোঃ রাকিব হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ পলাশ শিকদার, মোঃ নাজমুল হোসেন প্রধান, মোঃ নাদিম আহমেদ, মো সাকিব হাসান জয়, মোঃ হানিফ সরকার, মো রাব্বি মিয়া, মোঃ আলমগীর হোসাইন অপু, মোঃ শাকিল মিয়া, মোঃ আবু বক্কর মিন্টু।

প্রতিটি ওয়ার্ডে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম করোনাভাইরাসে আক্রান্ত পরিবার ও লকডাউন পরিবারের সেবায় নিয়োজিত রয়েছে।