ক্ষমা চাইলেন এমপি শামীম ওসমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ডিএনডি’র জলাবদ্ধতার কারণে ক্ষমা চেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান বলেছেন, পানি নিষ্কাশনের সংশ্লিষ্টরা কাজ করছে। আশা করছি আজ মধ্যরাত থেকে পানি সরে যাওয়া শুরু হবে।

১৯ জুন শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা আজ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২টি পাম্প নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আশা করছি জলাবদ্ধতার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মানুষের বসতবাড়ীতে কোমড় কিংবা হাটু সমান পানি জমেছে। এর আগে ডিএনডি বাধে একটি প্রকল্পের কাজ শুরু হয়।