আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্কুল ছাত্র আইয়ুব আলী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

১৮ জুন বৃহষ্পতিবার রাতে ফাঁড়ির ইনর্চাজ পরিদর্শক সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মে জুয়া খেলায় বাধা দেয়ায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আইয়ুব আলীকে গুলি করে হত্যা করা হয়।

এরই এজাহারভুক্ত আসামি ইজারাকান্দী গ্রামের সাইদুল্লার ছেলে হালিম ও অজ্ঞাত আসামি একই গ্রামের খোরশেদের ছেলে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, এ মামলার প্রধান আসামি সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছুদিন পুর্বে আসামিদের ধরার জন্য অর্ধশত পুলিশ নিয়ে কালাপাহাড়িয়ায় অভিযান চালানো হয়। কিছু দিনের মধ্যে সকল আসামিদের গ্রেপ্তার করতে পারবেন বলেও তিনি জানান।