করোনার সংক্রমন ঠেকাতে এমপি খোকার রাত দিন পরিশ্রম

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনার সংক্রমণ ঠেকাতে রাতের আঁধারে গণসচেতনতায় নেমেছেন এমপি লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে ঘুরে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন। ওই সময় তিনি মাস্ক বিতরণ করেছেন।

১৮ জুন বৃহস্পতিবার রাতে এমপি লিয়াকত হোসেন খোকা ২ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় তিনি করোনা মহামারি রোগ উল্লেখ করে তাদের ও তাদের পরিবারের লোকজনকে সচেতনতামুলক পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাবেদ রায়হান জয়, কেন্দ্রীয় জাতীয় পার্টি প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, স্থানীয় নেতা আলমগীর কবির মেম্বার, ওমর ফারুক টিটু, ফজলুল হক, মো রাব্বি মিয়া, মোঃ আলমগীর হোসাইন অপু ও মোঃ আবুবক্কর মিন্টু প্রমূখ।

এছাড়া তিনি সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে।