আগামী ১ জুলাই পর্যন্ত রূপগঞ্জ ইউনিয়ন থাকবে লকডাউন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রাত ১২টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর আগে করোনা ভাইরাসে আক্রান্তের আধিক্য বিবেচনায় রূপগঞ্জ ইউনিয়ন রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ঘোষণাকৃত এই লকডাউন চলবে আগামী ১ জুলাই পর্যন্ত

১১ জুন বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের আধিক্য বিবেচনায় আজ বৃহসস্পতিবার রাত ১২টা থেকে রূপগঞ্জ ইউনিয়ন লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুরো ইউনিয়নে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

তবে জরুরী পরিসেবা চালু থাকবে। এছাড়া ইউনিয়নের ভেতরে অবস্থিত রূপগঞ্জ থানা, সাব রেজিস্টার অফিস, হাসপাতালে যাতায়াত জরুরী পরিসেবার অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন সময়ে ভাম্যমান বাজার পরিচালনা করা হবে। এলাকার অভ্যন্তরে যোগাযোগ সীমিত থাকলেও বিভিন্ন জেলার সাথে কানেক্টিং সড়কে যাতায়াত থাকবে স্বাভাবিক। এছাড়া মানুষের চলাচল নিয়ন্ত্রণে সার্বক্ষনিক পুলিশি প্রহরা নিয়োজিত থাকব।