ক্ষুব্দ পাওনাদাররাই আজাদকে মারধর করেছে: এমপি বাবু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

আড়াইহাজারে নিজ এলাকায় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। ১ জুন সোমবার উপজেলার ফতেহপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণকালে মারধরের শিকার হন তিনি। পাওনাদারের হাতে লাঞ্ছিত হয়ে সরকারি দলের উপর দায় চাপিয়েছেন এই বিএনপি নেতা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, এলাকায় দীর্ঘদিন পরে হঠাৎ ত্রাণ নিয়ে নজরুল ইসলাম হাজির হলে ক্ষুব্ধ নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরেন। এসময় অনেক পাওনাদারও হাজির হন। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মী ও পাওনাদাররা তাকে মারধর করে। পরে দ্রুত স্থান ত্যাগ করেন নজরুল।

এ বিষয়ে স্থানীয় নেতা শহীদুল্লাহ চেয়ারম্যান বলেন, নজরুল ইসলামকে পাওনাদাররা লাঞ্ছিত করেছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু।

এ বিষয়ে তিনি বলেন, আগে থেকে এলাকার মানুষ ওর উপর ক্ষুব্ধ। এসব ক্ষুব্ধ পাওনাদারাই ওকে মারধর করেছে। নিজের দোষ ঢাকতে আজাদ সরকারি দলের উপর দায় চাপাচ্ছেন।

সূত্র: দৈনিক মানবজমিন