সোনারগাঁয়ে করোনায় মৃত্যু, লাশ দাফন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে শামীম (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার বিকেলে সাদিপুর হলদাবাড়ি এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি এলাকার নুর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠান্ডায় ভুগছিলেন। গত ৩ দিন আগে শামীম ভূঁইয়ার করোনার নমুনা নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

বৃহস্পতিবার বিকেলে তার শ্বাস কষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম তার বাড়িতে গিয়ে তার দাফনের ব্যবস্থা করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যান। মৃত্যু সংবাদ পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে ওই ব্যক্তির লাশ দাফন করেছি।