নারায়ণগঞ্জের অসহায় মানুষের পাশে এপেক্স ক্লাব অব ইশাখাঁ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দীর্ঘ প্রায় ২ মাস যাবত সরকারি বেসরকারি সহ সকল প্রতিষ্ঠান বন্ধ। এতে সকল শ্রেণি পেশার মানুষের আয়ের পথও বন্ধ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। এসব মানুুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ঈশাখাঁ।

২১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সংগঠনটির পক্ষ থেকে গরীব অসহায় দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ক্লাব সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট ফাতেমা বেগম দোলন ও এপেক্সিয়ান অ্যাডভোকেট দিলীপ বিশ্বাস সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়াও গত ২৩ মার্চ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সংগঠনটি মানুষের পাশে দাঁড়ায়। ওইদিন নারায়ণগঞ্জ আদালতপাড়া ও এর আশপাশের এলাকায় সংগঠনটির নেতৃবৃন্দ জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছিল।

ওইদিন মাস্ক ও লিফলেট বিতরণের সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা রিতা, ক্লাব সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট ফাতেমা বেগম দোলন, সেক্রেটারি এপেক্সিয়ান বিশাল, সাবেক সভাপতি এপেক্সিয়ান কাউসার আলম চৌধুরী টুটুল ছাড়াও এপেক্সিয়ান অ্যাডভোকেট জাহিদুর রহমান, এপেক্সিয়ান অ্যাডভেকেট দিলীপ বিশ্বাস ও এপেক্সিয়ান তুষার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।