একজন করোনা যোদ্ধার নাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে একজন করোনা যোদ্ধা নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। করোনা প্র্রাদুর্ভাবের শুরু থেকেই তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলছেন প্রতিনিয়ত।

এর কারন একটাই করোনা ভাইরাসের মরণ থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। তাই তিনি মানুষের পাশে থেকে লড়াই করে যাচ্ছেন এই করোনা যুদ্ধে। যেখানেই অসহায় মানুষের ন্যূনতা সেখানেই তিনি হাজির, হোক দিন কিংবা রাত।

তারিই ধারাবাহিকতায় ১৮ মে সোমবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাঠ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ১’শ মেয়েদের হাতে শিশু খাদ্য তুলে দেন। তবে এটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

এক’শ মায়ের মুখে হাসি ফুটিয়ে তোলার নামটাই ইউএনও নাহিদা বারিক। শুধু এটা নয় এমন আরো অনেক কর্মকান্ড করে যাচ্ছেন তিনি। এই করোনা পরিস্থিতিতে সরকারে কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়িত করায় তার মূল লক্ষ্য ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ।’