জেলা পরিষদের পক্ষে নাসিকের বন্দরে ৯টি ওয়ার্ডে ২৮০টি অসহায় পরিবারে খাদ্য সহায়তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সমগ্র দেশের মানুষ ঘরে অবস্থান করায় কাজের অভাবে মধ্যবিত্ত, দিনমজুর, অসহায় ও খেটে খাওয়া মানুষরা আর্থিক ও খাবারের সংকটে পড়েছে বিধায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সার্বিক পৃষ্ঠপোষকতায় সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পর্যন্ত মোট ৯টি ওয়ার্ডের ২৮০টি অসহায় ও কর্মহীন পরিবারের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে।

১৭ মে রবিবার জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আলাউদ্দিন ও ২৭নং ওয়ার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদের সার্বিক ব্যবস্থাপনায় ৯টি ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী অসহায়দের কাছে পৌছে দেয়া হয়েছে।

১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মশিউর রহমান সুজু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা, ২৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ও ইসলাম পলু, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামের সমন্বয়ে কুড়িপাড়া, লালখারবাগ, চাপাতলী, বঙ্গশাসন, মুরাদপুর, ফুলহর গ্রামে, ধামগড় ইউনিয়নের গকুলদাসের বাগে গ্রামে তালিকা করে অসহায় ও দুঃস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।