মার্কেট খোলায় সোনারগাঁয়ে ১০জনকে ৫৯ হাজার টাকা জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে মার্কেট খোলা রাখার অপরাধে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৬ মে শনিবার সকালে তারা মার্কেট খোলায় তাদের আটক করে পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এর নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মিডিয়াতে জানান, সরকারী স্বাস্থ্য বিধি না মেনে ও শারীরিক দুরত্ব বজায় না রেখে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মার্কেটগুলো খোলা রাখার অপরাধে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মার্কেট বন্ধের ব্যাপারে উপজেলা প্রশাসন একটি গণবিজ্ঞপ্তিও জারি করে। এরপরও সরকারী নির্দেশ অমান্য করে মোস্তফা মার্কেট ও এম রহমান প্লাজার কয়েকটি মার্কেট গোপনে খোলা রেখে বেচাবিক্রি করার অপরাধে ১০জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ১০জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এ অভিযান চলমান থাকবে।