সোনারগাঁয়ের আদমপুরে টিবিসি’র ন্যায্য মূল্যে পণ্য বিক্রি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনাভাইরাস প্রাদুর্ভাব ও রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারী উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিসিবি এর ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করেছে মেসার্স তমাল ট্রেডার্স।

২০ এপ্রিল সোমবার থেকে সোনারগাঁও পৌরসভার আদমপুরে জাদুঘর ২নং গেটের পাশে টিসিবির এজেন্টের মাধ্যমে এসব ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ন্যায্য মুল্যের পণ্য সামগ্রী বিক্রির উদ্বোধন করেন।

জানাগেছে, এখন থেকে আদমপুরে প্রতিদিন ন্যায্য মূল্যে যে সকল পণ্য বিক্রয় করা হবে। তা হলো- সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি, মশারী ডাল ৫০ টাকা কেজি ও খেজুর ১২০ টাকা কেজি।