নারায়ণগঞ্জ ছেড়ে পালানোর সময় ৭০ নারী পুুরুষ আটক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

লকডাউন অমান্য করে ধান কাটার নামে রাতের আঁধারে নারায়ণগঞ্জ ছেড়ে থেকে পালিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ৭০ নারী পুরুষকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ২০ এপ্রিল সোমবার দিনগত রাত ১১টায় রূপগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় দুটি ট্রাক থেকে তাদের আটক করে পুলিশ বুঝিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম মিডিয়াতে জানিয়েছেন, ফতুল্লা পাগলা এলাকা থেকে একজন কাউন্সিলরের সুপারিশ করা একটি পেপার নিয়ে দুটি ট্রাকে করে ৭০ জন নারী পুরুষ জেলা থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ধান কাটার জন্য কিশোরগঞ্জ সহ অন্যান্য এলাকায় যাচ্ছে জানায়।

পুলিশ সুপার আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ করে ধান কাটতে যাওয়ার বিষয়টি যাচাই করে এর সত্যতা পাওয়া না গেলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। রাতে জেলা থেকে শ্রমজীবি মানুষের বহির্গমনের বিষয়টি নজরদারি সহ লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃংখলাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।