লকডাউন অমান্য করায় সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতাকে জেল ও জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউন অমান্য করে রাস্তায় জনসমাগম করার অপরাধে রনি বিল্লাহ নামে এক ছাত্রলীগ নেতাকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রনি বিল্লাহ সোনারগাঁ পৌর এলাকার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে।

১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে সোনারগাঁ পৌরসভা এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করার প্রস্তুতির সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

সেখানে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিচালনা রনি বিল্লাহকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন জানান, লকডাউন চলাকালীন সময় রাস্তায় জনসমাগম ও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় রনি বিল্লাহ (২৮) নামে একজনকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল যা অনাদায়ে আরো ২ মাস সহ মোট ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। লকডাউন অমান্য করে বাইরে বিশৃঙ্খলা তৈরির কোন সুযোগ নেই।