সরকারের নির্দেশনা মেনে চলতে জেলা আদালতের পিপির আহ্বান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদের সরকারের সকল প্রকার দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন। ৩১ মার্চ মঙ্গলবার বিকালে এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, আমরা সকলেই নিজে সচেতন থাকবো ও আসেপাশের সকলকে সচেতন হওয়ার আহবান জানাবো। প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসের এই দূর্যোগ মোকাবেলায় আমাদের সকলের বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদের সরকারের সকল প্রকার দিকনির্দেশনা মেনে চলার পাশাপাশি হতদরিদ্র অসহায় মানুষের পাশে থাকা উচিত। সরকারের নির্দেশনায় অফিস আদালত সহ সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে নিতান্ত শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। তাই যারা বৃত্তবান আছে তাদের এখন অসহায় মানুষের পাশে দাড়ানো দরকার। এ দেশ ধনী গরীব, ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমাদের সকলের। আমরা সবাই এক হয়ে কাজ করলে খুব সহজেই প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের দূর্যোগ মোকাবেলায় সাফল্য অর্জন করতে পারব।