ঝুঁকি নিয়েও সার্বক্ষনিক জনগণের পাশে নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের থাবা থেকে প্রাণের দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ঝুঁকি নিয়েও সার্বক্ষনিক মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

যদিও তিনি একজন মানুষ হিসেবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালন করছেন। তবে তিনি একজন নারী হয়েও দিনকে রাত আর রাতকে দিন করে সার্বক্ষণিক ছুটে চলছেন জনগণের কাছে থেকে। কখনও জনসাধারণকে সচেতন করতে ছুটে যাচ্ছেন আবার কখনও হতদরিদ্র অসহায় মানুষের ঘরে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন। এমনভাবে পরিশ্রম করছেন মনে হচ্ছে যেন তার মা অসুস্থ হয়ে পড়েছে এখন তিনি কি থেকে কি করবে দিশা পাচ্ছেন না।

অন্তহীন ছুটে চলা, অবিরাম জীবনের অর্থ খুজে ফেরা ইউএনও নাহিদা বারিক তিনি নিজেও জানানে প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস অনেক ভয়ংকর তবুও ভয়কে জয় করে সাধারণ মানুষকে বাঁচাতে করছে ভীষণ মেহনত। ইউএনও নাহিদা বারিকের অবিরাম চেষ্টায় সদর উপজেলার সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে। তারা বুঝতে পাড়ছ পারছে এই সময়ে ঘরে থাকই উত্তম।