নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের ভুমিকায় শহরের কলেজ রোডের ওরশ স্থগিত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের আল্লামা ইকবাল রোড এলাকায় আগামী ২৪ ও ২৫ মার্চ জয়নাল আবেদীনের অনুষ্ঠিতব্য বার্ষিক ওরশ করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে।

২২ মার্চ রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের অনুরোধে গদীনসীন পীর হযরত মহিউদ্দিন দেশ, জাতি ও মুরিদানদের মঙ্গল চিন্তা করে এ ওরশ স্থগিত করেন।

ওরস মোবারক বন্ধ ঘোষণা করে গদীনসীন পীর হযরত মহিউদ্দিন করোনা ভাইরাস সহ সকল মহামারী রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, এই ওরশ প্রায় ৫৬বছর যাবত হয়ে আসছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০ হাজার মুরিদ সমাগম হয় এবং ওরশ উপলক্ষে কয়েকদিন ব্যাপী মেলা বসে।

করোনা ভাইরাস প্রতিরোধ করতে জয়নাল আবেদীনের ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য বার্ষিক ওরশ মোবারক বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিককে সহযোগীতা করেছেন সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল ইসলাম মুন্না সহ স্থানীয় জনগণ।